thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বিএনপিকে  মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়-  ড. আবদুল মঈন খান

২০২৩ জানুয়ারি ০৫ ২৩:৩৩:১৪
বিএনপিকে  মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়-  ড. আবদুল মঈন খান

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকার বিএনপিকে ভয় পেয়ে মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ মুন্নু সিটিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ মামলা দিয়ে ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, সরকার বিএনপিকে ভয় পেয়ে মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখতে চায়। কিন্তু এই মামলা হামলাকে ভয় পায় না বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে কোনো সামরিক সরকার গণতন্ত্রকে হত্যা করেনি। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। ১৫ বছর ধরে দেশে অলিখিত বাকশাল চলছে। যেটা লিখিত বাকশালের চেয়েও খারাপ।

মঈন খান বলেন, আওয়ামী লীগের নেতারা যেহেতু এত উন্নয়নের কথা বলেন, তাহলে তো দেশের মানুষ উন্নয়ন দেখে সব ভোট তাদের দিবে। তারপরও তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন?

তিনি বলেন, দেশের মানুষ জানে আওয়ামী লীগ নেতারা কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা জমাচ্ছে। মূলত সেজন্যই তারা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। কারণ, জনগণ তাদের ভোট দিবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর