thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

২০২৩ জানুয়ারি ০৭ ০০:৪৮:০৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে তিনটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে তিনটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন গতকাল বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠানের ঘোষণা দেন।

শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ কর্মীসভার প্রাক্কালে এতে বাধা দেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিদ্রোহী গ্রুপ। সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূইয়া, ও প্রান্ত ইসলাম এই বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

তাদের বাধা দেওয়ার প্রেক্ষিতে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় পাঁচটি আবাসিক হলে থেকে দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেন৷ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৬ জন।

সহ-সভাপতি সাব্বির মোল্লা ও তার অনুসারী জুনায়েদ আহমেদ শাহ পরান হলে ঢুকে সভাপতি আশিকুর রহমানের নেতৃত্বে থাকা কয়েকটি কক্ষ ভাঙচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ক্যাম্পাসের ভিতরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর