thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হত্যা,গ্রেফতার,নির্যাতনে আন্দোলন বন্ধ করা যাবে না - মির্জা ফখরুল 

২০২৩ জানুয়ারি ০৯ ২১:১৯:৩৪
হত্যা,গ্রেফতার,নির্যাতনে আন্দোলন বন্ধ করা যাবে না - মির্জা ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:নেতাকর্মীদের গ্রেপ্তার, আটক, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এ কথা বলেন তিনি।

এ সময় নেতাকর্মীদের প্রতি আন্দোলন আরও তীব্র করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার যত বেশি অত্যাচার করবে, মানুষ তত বেশি ফুঁসে উঠবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করবে।

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকে শুধু দুজন বেরিয়ে এসেছি। এখনও হাজারও নেতাকর্মী কারাগারে রয়েছে। একটা সেলে ৬-৭ জনকে রাখা হচ্ছে। তারা অমানবিক কষ্ট শিকার করছেন, মানবেতর জীবন কাটাচ্ছেন।

এর আগে বিএনপির প্রায় ১২ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, সরকার ভেবেছিল গ্রেপ্তার করে, কারাগারে আটকে রেখে, বিএনপির অফিসে হামলা করে এবং গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনকে বন্ধ করে দেবে। কিন্তু আন্দোলন কি বন্ধ হয়েছে? বরং আরও শক্তিশালী ও বেগবান হয়েছে।

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে কারামুক্ত হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার। আপনাদের চাপের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রকিবুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর