thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ঢাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রীর ৫০ মিনিট

২০২৩ জানুয়ারি ১০ ১২:২৬:০৫
ঢাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রীর ৫০ মিনিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকায় ৫০ মিনিটের যাত্রাবিরতি করে ফের আফ্রিকা সফরে গেলেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং।

সোমবার (৯ জানুয়ারি) রাত ১টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি শাহজালাল বিমানবন্দরে নামে। রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই অনানুষ্ঠানিক বৈঠকও হয় বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পর এটিই গ্যাং-এর প্রথম বিদেশ সফর। এবারের সফরে তিনি আফ্রিকার বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে এবং বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় তাকে ধন্যবাদ জানানো হয়।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর