thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

দেশে এসেছেন নূর

২০২৩ জানুয়ারি ১১ ১৩:৫৪:১৮
দেশে এসেছেন নূর

দ্য রিপোর্ট প্রতিবেদক:গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর সাড়ে ১২টার পর এয়ারপোর্ট থেকে বের হন নুর।

নুরের দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তিনি বলেন, নুর বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে এক ঘণ্টা পর বের হন। এয়ারপোর্ট থেকে তিনি সরাসরি প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থানে অংশ নেবেন।

আবু হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিসহ সার্বিক বিবেচনায় আমরা কিছুটা উদ্বিগ্ন থাকলেও আপাতত তেমন কোনো ঝামেলা নেই। তিনি এখন শাহবাগে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে যোগ দেবেন। এর আগে গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছাড়েন নুর।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর