thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিএনপির গণ-অবস্থান: মাঠে আওয়ামী লীগও

২০২৩ জানুয়ারি ১১ ১৪:৪১:০৪
বিএনপির গণ-অবস্থান: মাঠে আওয়ামী লীগও

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর গণ-অবস্থান কর্মসূচি দেওয়ায় রাজধানীতে নৈরাজ্য ও সহিংসতার আশঙ্কায় মাঠে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সূত্র বলছে, বিএনপির গণ-অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর অলি-গলি, পাড়া-মহল্লা, থানা, ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগের কার্যালয়সহ এলাকাভিত্তিক পাহারায় থাকবেন দল ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ দখলে রাখবেন। পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামলী, ফার্মগেট, মিরপুর, গাবতলী, শাহবাগ, পল্টন ও নয়াপল্টনের আশপাশে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, মগবাজার, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকার নয়াবাজার ও জজ কোর্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টসহ পাড়া-মহল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাহারায় থাকবেন।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে দুটি স্থানে সমাবেশ করবে। এরমধ্যে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান নেবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্পট উত্তরা, মহাখালী, ফার্মগেট, বাড্ডার ইউলুপ, গাবতলী ও মিপুর-১০-এ সতর্ক অবস্থানে থাকবেন উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বেলা ৩টায় ঢাকা উত্তর আওয়ামী লীগ মিরপুর শাহআলী ঈদগাহ মাঠে সমাবেশ করবে। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অন্যদিকে রাজধানীর ফার্মগেটে বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের উদ্যোগে সমাবেশ করবে। এ ছাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সমাবেশ করবে। এতে অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এ ছাড়া শাহবাগ চত্বরে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ছাত্রলীগ অবস্থান নেবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সময়ের আলোকে বলেন, বিএনপি ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচির নামে যাতে কোনো সহিংসতা না করতে পারে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে। তারা কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সময়ের আলোকে বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা গত ১০ ও ৩০ ডিসেম্বর নৈরাজ্য করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। এখন আবার গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো কথা নেই। তবে গণ-অবস্থান কর্মসূচির নামে সহিংসতা প্রতিহত করতে আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। তারা ধ্বংসাত্মক কর্মসূচিতে গেলে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফী সময়ের আলোকে বলেন, বিএনপি গণ-অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে সমুচিত জবাব দিতে নেতাকর্মীরা প্রস্তুত। আমাদের নেতাকর্মীরা থানা, ওয়ার্ড, ইউনিট, পাড়া ও মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে। এ ছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করব আমরা।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সময়ের আলোকে বলেন, বিএনপির গণ-অবস্থানের নামে যাতে সহিংসতা করতে না পারে তার বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। এ ছাড়া মিরপুর শাহআলী ঈদগাহ মাঠে আমরা সমাবেশ করব। এ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা উত্তরা, মোহাম্মদপুর ও শ্যামলীসহ পাড়া-মহল্লায় নেতাকর্মীদের অবস্থান থাকবে। বিএনপি-জামায়াত কোনো নৈরাজ্য করলে সমুচিত জবাব দেওয়া হবে। আমার তাদের সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চাই না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর