thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ম্যানচেস্টার ডার্বিতে লাল উৎসব

২০২৩ জানুয়ারি ১৫ ০৯:০৫:৩৯
ম্যানচেস্টার ডার্বিতে লাল উৎসব

দ্য রিপোর্ট ডেস্ক:দুঃস্বপ্ন কাটিয়ে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তাদের শিকার গত মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে লাল উৎসব করেই মাঠ ছেড়েছে তারা। ম্যানচেস্টার ডার্বিতে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

নাটক ছাড়িয়ে যাওয়া নাটকীয় ম্যাচে ৬০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশের গোলে লিড নেয় ম্যানসিটি। পিছিয়ে পড়েও উদ্যম হারায়নি নতুনভাবে ঘুরে দাঁড়ানো এরিক টেন হ্যাগের শিষ্যরা। মাত্র ৪ মিনিটের ঝড়ে (৭৮ থেকে ৮২) সিটির সাজানো বাগান তছনছ করে দেয় ম্যানইউ। ৭৮ মিনিটে দলকে সমতায় ফেরান ব্রনো ফার্নান্দেজ। এর চার মিনিটের মধ্যেই জয়সূচক গোলটি করেন মার্কাস র‌্যাশফোর্ড।
এই ম্যাচের আগে সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে অনেকটায় এগিয়েছিল ম্যান সিটি। আগের তিন ডার্বিতেই ম্যানইউকে হারের লজ্জায় ডুবায় পেপ গার্দিওলার শিষ্যরা। সর্বশেষ গত বছর অক্টোবর মাসে ইতিহাদে ম্যানইউকে ৬-৩ ব্যবধানে হারিয়েছিল ম্যান সিটি। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সিটির নরওয়েজিয়ান গোল মেশিন আরলিং হালান্ড। কিন্তু গতকাল নিজেকে চেনাতেই পারেননি চলতি মৌসুমে গোলের পর গোল করা হালান্ড।
এবারের ম্যানচেস্টার ডার্বিতে সবার চোখ ছিল হালান্ড-র‌্যাশফোর্ড দ্বৈরথের দিকে। এই ডুয়েলে জিতলেন হালে ম্যানইউয়ের প্রধানতম ভরসা র‌্যাশফোর্ড। গোলটি করলেন। সেই সঙ্গে টানা সাত ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন র‌্যাশফোর্ড। ম্যান অব দ্য ম্যাচও তিনিই।
তাপ ছড়ানো এই ডার্বিতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। ম্যাচের ৫৭ মিনিটে বদলি হিসেবে গ্রিলিশকে নামান গার্দিওলা। কোচের আস্থার প্রতিদানও দেন তিনি। মাঠে নামার ৩ মিনিটের মধ্যেই স্বাগতিক ম্যানইউয়ের জালে বল পাঠিয়ে দেন গ্রিলিশ। এ সময় ডি ব্রুইনের ক্রসে চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন শ্রিলিশ।
ম্যাচের ৭৮ মিনিটে সমতায় ফেরে ম্যানইউ। এ সময় মাঝমাঠ থেকে কাসেমিরোর বল বাড়ান র‌্যাশফোর্ডের উদ্দেশে। তিনি ছিলেন অফসাইডে। র‌্যাশফোর্ড বল স্পর্শ করেননি। পেছন থেকে দৌড়ে এসে বলের দখল নেন ফার্নান্দেজ। এরপর জোরালো শটে গোল করেন। অফসাইডের পতাকাও তোলেন লাইন্সম্যান। কিন্তু র্ভিএআর প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় গোল। এর ৪ মিনিট পর ম্যানসিটির জালে গোল উৎসব করেন র‌্যাশফোর্ড।
এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে আসল মানইউ। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আর্সেনাল। ১৯ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির ঝুলিতে ৩৯ পয়েন্ট।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর