thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আখেরি মোনাজাত শেষে ফিরতেও বিড়ম্বনা

২০২৩ জানুয়ারি ১৫ ১৩:০৯:৪১
আখেরি মোনাজাত শেষে ফিরতেও বিড়ম্বনা

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রোববার (১৫ জানুয়ারি) শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমা।মোনাজাত শেষে বাড়ি ফেরার পালা ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে ফিরতি পথেও চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে মুসল্লিদের।

বাংলাদেশসহ অনেক দেশ থেকেই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন লাখ লাখ মুসল্লি।ইজতেমা থেকে বাড়ি ফিরতে ইতিমধ্যে যানবাহন চলাচলে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ইজতেমায় আগত মুসল্লিদের বাড়ি ফেরা নিশ্চিত করতে এসব নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।
শনিবার রাত ১২ টা থেকে বন্ধ রয়েছে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল। এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
সাধারণ যানবাহনের পাশাপাশি ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসও চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমায় আগতরা বাড়ি ফেরার পথে সব ট্রেনের সার্ভিস নিতে পারবে।
এরই মধ্যে টঙ্গী থেকে পায়ে হেটে, ট্রেনে লঞ্চে ও নৌপথে যাত্রা শুরু করেছেন লাখ লাখ মুসল্লি।
অন্যান্য বছরের তুলনায় এবার ইজতেমায় মুসল্লিদের বাঁধ ভাঙা ঢল নামে। স্থান সংকুলান না হওয়ায় মহাসড়ক ও বাসাবাড়ি ছাদে মোনাজাতে অংশগ্রহণ করেন লাখ লাখ মুসল্লি। তাদের সঙ্গে দেখা গেছে হাজার হাজার নারী ও শিশু। মুসল্লিদের ভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের আগেই মোনাজাত সম্পন্ন করা হয়। সকাল ১০ থেকে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১০ টা ২০ মিনিটে। এর আগের প্রতিটি মোনাজাত শেষ হয় ৪০ মিনিট দীর্ঘায়ু হয়ে। মাত্র ২০ মিনিটের মোনাজাতে লাখ লাখ মুসল্লি আল্লাহর দরবারে হাত তুলে আমিন আমিন বলে কান্নায় ভেঙে পড়েন।
পুলিশের নির্দেশনা অনুযায়ী বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফিরবেন যেভাবে : ইজতেমায় নির্ধারিত সময়ের আগেই মোনাজাত শুরু হওয়ায় ট্রেন চলাচলের সিডিউল কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন: ইজতেমা উপলক্ষে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০ টায় একটি ট্রেন ঢাকার উদেশ্যে রওনা দেন। পর্যায় ক্রমে টঙ্গী স্টেশন থেকে এভাবে চলাচলের জন্য ১৩ টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা আছে।
পূর্ব নির্ধারিত সময়ে বলা হয় টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল ট্রেন: টঙ্গী-ময়মনসিংহ-১: টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে আর ময়মনসিংহ পৌঁছবে ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-২: টঙ্গী থেকে ছাড়বে দুপুর ১২-৪০ মিনিটে আর ময়মনসিংহ পৌঁছবে দুপুর ৪-৫৫ মিনিটে।
টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন: টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে আর টাঙ্গাইল পৌঁছবে দুপুর ২টা ২০ মিনিটে।
মুসল্লিদের সুবিধার জন্য আজ ১৫ জানুয়ারি রোববার আন্তঃনগর প্রত্যেকটি ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলনে, যাত্রা পথে অপরিচিত কারো দেয়া খাবার না খাওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন মুসুল্লিদের ছদ্মবেশে অনেক প্রতারক, পকেটমার থাকে। তাই সবাইকে সতর্ক ভাবে বাড়ি ফেরার জন্য অনুরোধ করা হচ্ছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর