thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

২০২৩ জানুয়ারি ১৬ ১২:২৫:২৪
আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক:নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় সারা দেশে উপজেলা, পৌরসভা ও বিভাগীয় শহরে আজ সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশের পর শুরু হবে বিক্ষোভ মিছিল। যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোও নিজেদের মতো একই কর্মসূচি পালন করবে। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ছন্দ ধরে রাখতে এই কর্মসূচিতেও বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

গত ১১ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, খালেদা জিয়া, নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে সাত দলের গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি এবং ১৫টি সংগঠনের সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। এ ছাড়া মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম বিএনপির বিক্ষোভ-সমাবেশের প্রতি সংহতি জানিয়েছে।

কার কোথায় বিক্ষোভ-সমাবেশ : ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে আজ নয়াপল্টনে বিক্ষোভ-সমাবেশ করবে বিএনপি। এ বিষয়ে অবহিত করে গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনারকে চিঠি দেয় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আজকের বিক্ষোভ-সমাবেশে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এ নিয়ে শনিবার বাম গণতান্ত্রিক ঐক্য এবং জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বৈঠকে নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে। আমাদের জোট রাজনীতি বিলীন হয়ে যায়নি বরং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সব রাজনৈতিক দল ও জোট আরও সুদৃঢ় হবে। চলমান আন্দোলন আরও বেগবান করতে সমমনা জোটসহ সব রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশপ্রেমিক সব দলকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে বিদ্যুতের মূল্য কমানো এবং রাজনৈতিক বন্দি মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সাত দলের গণতন্ত্র মঞ্চ। তবে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে সকাল ১১টায় এই কর্মসূচি পালনের কথা জানিয়েছিল গণতন্ত্র মঞ্চ। একই দাবিতে যুগপতের অংশ হিসেবে আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। বিক্ষোভ মিছিলটি এলডিপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলে নেতৃত্ব দেবেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া আজ চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ-সমাবেশ করবে ১২ দলীয় জোট। জোটের নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য জানিয়ে বলেন, কর্মসূচি সফলে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, তারা আজ সোমবার দুপুর ২টায় পুরানা পল্টনের প্রীতম হোটেলের উল্টো দিকে আল-রাজী ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করবে চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্য।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর