thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিদ্যুতের পর এবার বাড়তে পারে গ্যাসের দাম

২০২৩ জানুয়ারি ১৬ ১২:৩১:০০
বিদ্যুতের পর এবার বাড়তে পারে গ্যাসের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে কয়েক দিন আগে। এবার গ্যাসের দাম বৃদ্ধির তোড়জোড় শুরু হয়েছে। শিগগিরই তা ঘোষণা করা হবে। তবে এখনই আবাসিকে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে না। দেশের বিদ্যুৎ উপাদন, শিল্প কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পের গ্যাসের দাম বাড়ানো হবে। এ ছাড়া প্রতি মাসে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করা হবে। সে জন্য পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত বছরের ৫ জুন গ্যাসের দাম ২২ শতাংশের বেশি বাড়ানো হয়। এই মূল্যবৃদ্ধির পরও লোকসান হচ্ছে উল্লেখ করে আবারও দাম বৃদ্ধির দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলো। পিডিবি বলছে, চলতি অর্থবছরের জন্য পিডিবি ভর্তুকি প্রাক্কলন করেছে ৪৪ হাজার ২০ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে পিডিবি ভর্তুকি চেয়েছিল ২৯ হাজার ৬৫৮ কোটি টাকা। সরকার চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতের জন্য ভর্তুকি বরাদ্দ রেখেছে ১৭ হাজার কোটি টাকা। এ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ছাড় করেছে ১৮ হাজার ৫৬১ কোটি টাকা। সরকার ভর্তুকি কমিয়ে দেওয়ায় লোকসান মেটাতে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বিকল্প নেই।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়ে ৫ টাকা২ পয়সা। সেটা ৯ টাকা বৃদ্ধি করা হতে পারে। সে ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম হবে ১৪ টাকা। ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটের দাম এখন রয়েছে ১৬ টাকা। এই শ্রেণির গ্রাহকের জন্য ৫ টাকা বাড়িয়ে দাম ২১ টাকা করা হতে পারে।
শিল্পে স্বাভাবিক গ্যাস সরবরাহের প্রত্যাশায় উদ্যোক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে সরকারের তরফ থেকে এলএনজির আন্তর্জাতিক বাজার দর বেড়ে যাওয়ার কারণে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে না বলে জানানো হয়। তখন ব্যবসায়ীরা প্রয়োজনে বাড়তি দাম দিয়ে গ্যাস নিতেও প্রস্তুত রয়েছে বলে জানান। সরকারের তরফে এলএনজি আমদানির পর দেশি গ্যাসের সঙ্গে মিশ্রণের পর প্রতি ঘনমিটারের দাম ৩৫ টাকা করে পড়ছে বলে জানানো হয়। এ দাম ব্যবসায়ীরা দিতে পারবেন কি না জানতে চাইলে ব্যবসায়ীরা ২১ টাকা দিতে সম্মত হন বলে বৈঠকসূত্র জানিয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর