thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার সকল প্রচেষ্টা অব্যাহত - এমডি

২০২৩ জানুয়ারি ১৮ ১১:২৭:২৯
ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার সকল প্রচেষ্টা অব্যাহত - এমডি

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ঢাকা ওয়াসাকে দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

তিনি বলেছেন, নগরবাসীর জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


ওয়াসাকে ডিজিটাইজড করা হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকাকে ১৪৫ ভাগে বিভক্ত করে পানি বণ্টনের ব্যবস্থা করা হচ্ছে। পানির সিস্টেম লস কমিয়ে আনা হয়েছে। একসময় বিলের ৩৬ শতাংশ জলে গেলেও এখন আদায় হয় শতভাগ।


রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তাকসিম এ খান এসব কথা বলেন।

তবে ওয়াসাকে দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টার মধ্যেই একটি স্বার্থান্বেষী মহল পেছনে লেগেছে বলে অভিযোগ করেন তিনি।

ওয়াসা এমডি বলেন, ‘সরকারের অর্জন ধ্বংস করতে ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। ওয়াসার বিরুদ্ধেও মিথ্যাচারে মেতেছে চক্রটি। আমার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার মতো জঘন্য মিথ্যাচার তারই অংশ। ১৪টি বাড়ি কেনার যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা ডাহা মিথ্যা, বানোয়াট গল্প ও হাস্যকর। গত ১৩ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ তুললেও কোনোটিই প্রমাণিত হয়নি। সরকারের অর্জনগুলো যারা স্বীকৃতি দেয় না, বরং ধ্বংস করতে চায়, তারাই এসব অপপ্রচার চালাচ্ছে। ’

অর্থপাচারে জড়িত নই দাবি করে তাকসিম এ খান বলেন, ‘আমার জীবনের সব উপার্জন হালাল। আমেরিকায় যে আয় ছিল তা-ও হালাল, এখানে যে উপার্জন তা-ও হালাল। আমি কোনো অর্থপাচারে জড়িত নই। দুদক এর আগেও তদন্ত করেছে। তদন্তে এসব অভিযোগ ভুয়া প্রমাণিত হয়েছে। ’

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর