thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত - বিএনপি

২০২৩ জানুয়ারি ১৯ ০২:০৯:২৬
গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত - বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বিএনপি।

বুধবার (১৮ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে। এটি সরকারের গণবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে প্রতিটি পণ্য ও খাদ্যের দাম আবারও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শিল্পকারখানা ঝুঁকির মধ্যে পড়বে। জনগণের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।

তিনি বলেন, সরকার নির্বাচিত নয় বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। জনগণের পকেট কাটতে ও একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে।

বিএনপির এই নেতা বলেন, উন্নয়নের নামে দেশে সীমাহীন লুটপাট চলছে। দেশে প্রতিবাদ করলেই নামে নির্যাতনের খড়গ।

ফখরুল বলেন, সব জিনিসের দাম এখন আকাশচুম্বি। গত ১৪ বছর ধরেই সকল জিনিসের দাম বেড়েছে। এ অবস্থায় আবারও বিদ্যুতের পর গ্যাসের মূল্য বৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে, যা মড়ার ওপর খাঁড়ার ঘা।

এ অবস্থায় সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর