thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

১০ হাজার কর্মী ছাটাই করবে  মাইক্রোসফট

২০২৩ জানুয়ারি ১৯ ১২:১৪:২৩
১০ হাজার কর্মী ছাটাই করবে  মাইক্রোসফট

দ্য রিপোর্ট ডেস্ক:২০২৩ অর্থবছরে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট। বুধবার কোম্পানিটি ঘোষণা দিয়েছে, ২০২৩ সালের তৃতীয় অর্ধ্বের মধ্যে এই ছাঁটাই কার্যকর হবে। অর্থনীতিতে যখন মন্দা একে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাই ত্বরান্বিত হওয়ার সর্বসাম্প্রতিক লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, হার্ডওয়্যার-পোর্টফোলিও এবং অন্যান্য পরিবর্তনের সাথে সম্পর্কিত ছাঁটাই এবং ব্যয়ের ফলে ২০২৩ অর্থবছরের দ্বিতীয় অর্ধ্বের মধ্যে ১২০ কোটি ডলারের খরচ হবে। যার কারণে প্রতি শেয়ারে মুনাফা ১২ সেন্ট কমে যেতে পারে।

কর্মীদের দেওয়া এক চিঠিতে, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, গ্রাহকরা তাদের "কম খরচে তাদের ডিজিটাল ব্যয় সর্বোচ্চ করতে চান”।তিনি আরও বলেন,"সতর্কতা অবলম্বন করুন কারণ বিশ্বের কিছু অংশ মন্দার মধ্যে রয়েছে এবং অন্যান্য অংশেও তা দেখা দিতে পারে”।

মাইক্রোসফট গত বছরের জুলাইয়ে জানায়, অল্প সংখ্যক পদ বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সংবাদ সাইট অ্যাক্সিওস অক্টোবরে জানিয়েছে, সংস্থাটি বেশ কয়েকটি বিভাগে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে।

সত্য নাদেলার নেতৃত্বাধীন সংস্থাটি মহামারীর শুরুর পর থেকে, ব্যক্তিগত কম্পিউটার বাজারে তাদের উইন্ডোজ এবং এর সাথে যুক্ত সফ্টওয়্যারগুলির খুব কম চাহিদা থাকায় মন্দা মোকাবিলা করছে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর