thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

২০২৩ জানুয়ারি ২১ ১১:৩০:০৯
ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক:৩২তম এশিয়া প্যাসিফিক স্কাউট জাম্বুরির সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) এই সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ইজতেমার মুসল্লিদের সুবিধাকে প্রাধান্য দিয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৯ দিনব্যাপী ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হবে। তবে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সমাবেশের পূর্বনির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হলো। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের প্রায় ১১ হাজার স্কাউট ব্যক্তিত্ব এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন। তাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠেছে জাম্বুরি ময়দান।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান, আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এই জাম্বুরি চলবে। এতে স্কাউটদের জন্য থাকছে তাঁবুকলা, হাইকিংনাইট হাইকিং, খেলাধুলা ও মেধা যাচাইসহ মোট ২০টি চ্যালেঞ্জ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর