thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

২০২৩ জানুয়ারি ২১ ১৮:৩৩:৫৯
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

দ্য রিপোর্ট প্রতিবেদক: নতুন বছরে ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে সব সংস্করণের চুক্তিতে। প্রথমবারের মতো চুক্তিতে এসেছেন জাকির হাসান, হাসান মাহমুদের মতো তরুণরা।

মুশফিক এবার বোর্ডের টেস্ট ও ওয়ানডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন। তামিম ইকবালকেও এ দুটি সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে। নুরুল হাসান ও নাজমুল হোসেন আছেন টেস্টের চুক্তিতে। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ। শরীফুল আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে।

এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান, মোহাম্মদ নাঈম, সাদমান ইসলাম ও ইয়াসির আলী। হাসান মাহমুদ ও জাকির হাসান এবারই প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন। পেসার হাসানকে টি-টোয়েন্টি ও জাকিরকে টেস্টের চুক্তিতে রাখা হয়েছে।

কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন। খালেদকে ফেরানো হয়েছে টেস্টের চুক্তিতে আর মোসাদ্দেক ফিরেছেন টি-টোয়েন্টির চুক্তিতে। টেস্টের চুক্তিতে এবার রাখা হয়েছে ১৩ ক্রিকেটারকে। গতবার এই চুক্তিতে ছিলেন ১৪ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন এবং টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১৩ ক্রিকেটার।

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা (২০২৩):

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান।

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ।

শুধু টি-২০: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

বাদ পড়েছেন: ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাইম।

চুক্তিতে নতুন: জাকির হাসান ও হাসান মাহমুদ।

চুক্তিতে ফিরেছেন: খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর