thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

টানা চার জয় কুমিল্লার,ঢাকার টানা ৬ হার

২০২৩ জানুয়ারি ২৪ ০০:০০:৩১
টানা চার জয় কুমিল্লার,ঢাকার টানা ৬ হার

দ্য রিপোর্ট প্রতিবেদক:কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় ঢাকা ডমিনেটর্স। দলীয় ১৬ রানের মাথায় টপঅর্ডার তিন ব্যাটারকে হারায় ঢাকা।

ঢাকার অধিনায়ক নাসির হোসেন ও উসমান ঘানি প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু স্কোরবোর্ডে ৪২ রান যোগ করতেই ১৭ রান করে আউট হন নাসির। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুল হক।

উইকেটে কেউ থিতু হতে না পারলেও উসমান ঘানী শেষ পর্যন্ত চেষ্টা করে হারের ব্যবধান কমান। আর এতেই নির্ধারিত ২০ ওভার শেষে ১০৪ রান করতে সক্ষম হয় ঢাকা। কুমিল্লাও পেয়ে যায় ৬০ রানে নিজেদের টানা চতুর্থ জয়।

এদিন কুমিল্লার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন পাকিস্তানি পেসার নাসিম শাহ।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর