thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

 বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ৭১৭ কোটি ৯৩ লাখ 

২০২৩ জানুয়ারি ২৮ ২১:৫৬:৫৭
 বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ৭১৭ কোটি ৯৩ লাখ 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ৭১৭ কোটি ৯৩ লাখ টাকা।

শনিবার (২৮ জানুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৮০০ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টি কোম্পানির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ২০৫টির।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর