thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

‘পোড়ামাটি নীতি অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

২০১৩ নভেম্বর ১২ ১৭:৩৯:৪৬
‘পোড়ামাটি নীতি অবলম্বন করছেন প্রধানমন্ত্রী’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ক্ষমতার মেয়াদ শেষ হলেও এখনও প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফিতা কেটে চলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘মেয়াদের শেষ হলেও ক্ষমতায় থেকে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মরিয়া হয়ে গেছেন। তাই তিনি বিরোধী দল দমনে পোড়ামাটি নীতি অবলম্বন করছেন।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ১৮ দলের টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনের সার্বিক চিত্র তুলে ধরে এসব কথা বলেন তিনি।

মন্ত্রীরা পদত্যাপত্র জমা দেওয়ার পর বর্তমান সরকার অবৈধ উল্লেখ করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিলে মন্ত্রীদের পদ শূন্য হবে। (সংবিধানের ৫৮/১ (ক) অনুচ্ছেদ অনুযায়ী)। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও একথা বলছেন। কেবিনেট সেক্রেটারি ব্রিফিং করে বলেছেন, মন্ত্রীদের পদত্যাগের কথা। অথচ মন্ত্রীরা বরছেন তারা দায়িত্বে আছেন । এটা সম্পূর্ণভাবে সংবিধানের লঙ্ঘন। তারা যদি গাড়িতে পতাকা ওড়ায় তা হবে সম্পূর্ণরূপে জাতীয় পতাকার অসম্মান।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেসব মন্ত্রী নিজেদের গাড়িতে পতাকা নিয়ে যাতায়াত করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। তা না হলে প্রমাণিত হবে, আপনারা সরকারের প্রাইভেট বাহিনীর দায়িত্ব পালন করছেন। এখন সরকারের মন্ত্রীদের কাছে পাঠানো কোনো ফাইলে স্বাক্ষর হলে সেটিও অবৈধ হবে। জনগণের কাছে সচিবদের এহেন অবৈধ কর্মকাণ্ডের জন্য একদিন জবাবদিহি করতে হবে।’

তিনি বলেন, ‘সরকার ঘোষিত-অঘোষিতভাবে বিএনপি চেয়ারপারসনকে অন্তরীণ করে রেখেছে।এছাড়া চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করেছে।’

‘জাতীয় নেতাদের গ্রেফতার ও সারাদেশের নেতা-কর্মীদের হত্যা, গুম, গুলিবর্ষণ, জখম ও গণগ্রেফতার করে দলীয় বিচার ব্যবস্থায় তাদের জল্লাদ দিয়ে আসলে শ্মশানের নিরবতা তৈরি করতে চাচ্ছেন। আর এই পরিবেশ নিশ্চিত করেই তারা নিজেদের পরিকল্পিত পথে একদলীয় নির্বাচন করার আয়োজন চালাচ্ছে’ বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৮৪ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার সন্ধ্যা থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে ১৮ দলীয় জোটের দুই জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনের অধিক নেতা-কর্মীকে, আহত হয়েছেন ১ হাজার ১০০ জন। এছাড়া আসামি করা হয়েছে ৪ হাজারের অধিক নেতাকর্মীকে।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর