thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

জানুয়ারিতে প্রবাসী আয় ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলার

২০২৩ ফেব্রুয়ারি ০১ ২১:২৯:৩০
জানুয়ারিতে প্রবাসী আয় ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলার

দ্য রিপোর্ট প্রতিবেদক:চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৯৫৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

১৯৫ কো‌টি ৮৮ লাখ মার্কিন ডলারের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

প্রবাসীর পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৩৫ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ১০ লাখ ডলার। আল আরাফাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৭১ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার। পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৮৯ লাখ ডলার।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর