thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

লিজেন্ডস লীগের পর্দা উঠছে ২৭ ফেব্রুয়ারি

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৩:২৪:৪৭
লিজেন্ডস লীগের পর্দা উঠছে ২৭ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক:লিজেন্ডস লিগ ক্রিকেটের তৃতীয় আসরের পর্দা উঠছে আগামী ২৭ ফেব্রুয়ারি। যা শেষ হবে ৪ মার্চ পর্যন্ত। সাবেক ক্রিকেটারদের এই বিশাল মিলনমেলা বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।

লিজেন্ডস লিগ ক্রিকেট কর্তৃপক্ষের বরাত দিয়ে সম্প্রতি এসব তথ্য জানা যায়। আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিনটি দল হলো- এশিয়া লায়ন্স, ওয়ার্ল্ড জায়ান্টস ও ভারত মহারাজা।

লিজেন্ডস লিগ ক্রিকেটের সিইও রমন রাহেজা জানান এই বিষয়ে বলেন, ‘প্রতিনিয়ত লিজেন্ডস লিগের খেলা জনপ্রিয় হয়ে উঠছে। এই লিগে অংশগ্রহণ করেন কিংবদন্তি ক্রিকেটাররা। এবারের আসর শুরু হবে ২৭ ফেব্রুয়ারি। ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেওয়ার অপেক্ষায় আমরা।’

লিগটিতে অংশ নিবেন বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। ভারতীয় তারকাদের মধ্যে মোহাম্মদ কাইফ ও ইরফান পাঠান, পাকিস্তানের শোয়েব আখতার ও আব্দুর রাজ্জাক, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার ব্রেট লি, ওয়েস্ট ইন্ডিজের টিনো বেস্ট ও ইংল্যান্ডের কেভিন পিটারসেনের মতো আরও সাবেক ক্রিকেটারদের এবারের লিগে দেখা মিলবে।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর