thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

যারা পুড়িয়ে মানুষ হত্যা করে তারা ‘সন্ত্রাসী’

২০১৩ নভেম্বর ১২ ১৮:০৪:০৭
যারা পুড়িয়ে মানুষ হত্যা করে তারা ‘সন্ত্রাসী’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : যারা হরতালের নামে বোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যা করে তারা কোন রাজনৈতিক দলের নয়। তারা সন্ত্রাসী। অবশ্যই তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

১৮ দলীয় জোটের ঢাকা হরতালে ককটেল ও পেট্রোল বোমা হামলায় আহত ব্যক্তিদের দেখতে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনে আসেন জয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিকেল ৪টা ২৪ মিনিটে তিনি হাসপাতালে আসেন এবং ৫টার দিকে বের হয়ে যান।

হাসপাতালে অবস্থানের সময় তিনি আহত ব্যক্তিদের পাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পিকেটিংয়ের নামে বোমা মেরে এভাবে মানুষ পুড়িয়ে মারা কোন রাজনৈতিক দলের কাজ নয়। এরা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।’

বোমায় আহত শিশু সুমির (৮) কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমারও সাত বছরের একটি মেয়ে সন্তান আছে। তাকে দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহর কাছে দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

জয় বলেন, ‘হরতালের নামে যারা সহিংসতা চালায় তারা মানুষ নয়, অমানুষের জাত। অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘৭১ সালের পরে আমি এমন ভয়াবহ অবস্থা আর কখনও দেখিনি।’

সহিংস এসব ঘটনার জন্য তিনি প্রধান বিরোধী দল বিএনপিকে দোষারোপ করে বলেন, ‘যারা নিরীহ শিশুদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে তারা কোন রাজনৈতিক দল নয়। হরতালের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যা আগে কখনও ঘটেনি।’

জয় বলেন, ‘যারা এসব সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলছে। বিভিন্ন স্থান থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেল বানানো এবং ফোটানোর জন্য যারা অর্থ দিচ্ছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হচ্ছে।’

(দিরিপোর্ট২৪ প্রতিবেদক/এম/এমএআর/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর