thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

টিভিতে আজকের খেলা

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১০:৫৫:৪৯
টিভিতে আজকের খেলা

দ্য রিপোর্ট ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। আজ (৬ ফেব্রুয়ারি) প্লে-অফের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হবে গালফ জায়ান্টস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় চলছে এসএ টি-টোয়েন্টি লিগ।

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে, আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কি খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনি বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন, কখন কোন খেলায় চোখ রাখবেন।

চলুন এক নজরে জেনে নিই আজকের খেলার সূচি:

আইএল টি২০

শারজাহ ওয়ারিয়র্স-গালফ জায়ান্টস

রাত ৮টা, টি স্পোর্টস

এসএ২০

জোবার্গ-কেপটাউন

রাত ৯-৩০ মি., স্পোর্টস ১৮-১

ইন্ডিয়ান সুপার লিগ

ওডিশা-গোয়া

রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও সিলেক্ট ১

সিরি আ

মোনৎসা-সাম্পদোরিয়া

রাত ১-৪৫ মি., র‌্যাবিটহোল, স্পোর্টস ১৮-১ এইচডি

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর