thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

রাজধানীতে আরো দুই পদযাত্রা করবে বিএনপি

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ০৩:২৯:৩১
রাজধানীতে আরো দুই পদযাত্রা করবে বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক:সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে আরও দুই দিন পদযাত্রা করবে বিএনপি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ও ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এ ছাড়া জনগণ যদি চায় হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এ সময় সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চালু করার দাবি জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর