thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

তুরস্কের ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

২০২৩ ফেব্রুয়ারি ০৮ ০৩:৪৭:১১
তুরস্কের ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক:ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন। খবর বিবিসির

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, দক্ষিণ-পূর্ব তুরস্কে সংঘটিত ভয়াবহ ওই ভূমিকম্পে দেশটির অন্তত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যেসব এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেসব এলাকা চিহ্নিত করে ১০ প্রদেশে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার তুরস্কের স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল। এতে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে আগামী তিন মাস জরুরি অবস্থা জারি থাকবে বলে এক ঘোষণায় জানিয়েছেন এরদোয়ান।

এ সম্পর্কিত ঘোষণায় এরদোয়ান বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলে হওয়া এ ভূমিকম্পে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সিরিয়ায় নিহতের সংখ্যা মিলিয়ে মোট নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। সংশ্লিষ্ট অঞ্চলে উদ্ধারকাজের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলো।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর