thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা

২০২৩ ফেব্রুয়ারি ০৯ ২০:১০:০০
নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে ফুটবলের দীর্ঘ শিরোপা খরা কাটছে মেয়েদের হাত ধরে, আসলে বলা ভালো মেয়েদের পায়ে। গত বছর দক্ষিণ এশিয়া ফুটবল শ্রেষ্ঠত্বের আসরে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিল সাবিনা-সানজিদারা। এবার অনুর্ধ্ব-২০ সাফ নারী শিরোপাও জিতলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের উচ্ছাসে ভেসেছে বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোল আদায় করে নেয়। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা আর ইনজুরি সময়ে অধিনায়ক শামসুন্নাহার গোল করেন।ম্যাচের শুরু থেকেই আক্রমণ করছিল বাংলাদেশ। সফরকারী নেপাল বাংলাদেশের আক্রমণগুলো রুখে দিচ্ছিল। তবে ৪২ মিনিটে এসে আর রক্ষা হয়নি। বুদ্ধিদীপ্ত গোল করেন শাহেদা আক্তার রিপা।

বাংলাদেশের সংঘবদ্ধ আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নেপালের ডিফেন্ডার কুমারী তামাং রিপার পায়ে বল তুলে দেন। বক্সের মধ্যে বল পেয়ে রিপা আড়াআড়ি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।মিনিট তিনেক পর বাংলাদেশকে আরেকবার আনন্দের উপলক্ষ্য এনে দেন অধিনায়ক শামসুন্নাহার। আফিদার বাড়ানো বল নেপালী ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক সুযোগ সন্ধানী ফরোয়ার্ডের মতো বল পেয়েই জোরালো শটে গোল করেন।

এরপর ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে আরেক গোল দেয় বাংলাদেশ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ চাড়ে আকলিমা-শামসুন্নাহাররা।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর