thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

নতুন শুরুর লক্ষ্যে  হাথুরুসিংহে ঢাকায় নেমেছেন

২০২৩ ফেব্রুয়ারি ২১ ০০:১৯:২৬
নতুন শুরুর লক্ষ্যে  হাথুরুসিংহে ঢাকায় নেমেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন কড়া হেডমাস্টার খ্যাত চান্দিকা হাথুরুসিংহে। আজ (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টা ২৬ মিনিটে সিঙাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি।

এদিন বাংলাদেশে এসে পৌঁছালেও গণমাধ্যমের সঙ্গে আলোচনা করতে রাজি হয়নি এই শ্রীলঙ্কান কোচ। জানিয়েছেন ২৩ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে সম্মেলনে বসবেন তিনি। তবে গণমাধ্যমে জানিয়েছেন, আবারও বাংলাদেশে ফিরতে পেরে খুশি তিনি।

বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন বলেই আবারও টাইগারদের কোচ হয়ে ফিরেছেন এই লঙ্কান, এমনটাই জানিয়েছেন তিনি। হাথুরুসিংহে গণমাধ্যমে অল্প বক্তব্যে বলেন, ‘আমি ফিরতে পেরে অনেক খুশি। বাংলাদেশের মানুষ ভালোবাসে বিধায় আমি দ্বিতীয়বার এখানে এসেছি।’

২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নিয়েছিলেন এই লঙ্কান কোচ। ২০১৭ সালে আচমকা পদত্যাগ করেছেন সেই পদ থেকে। দীর্ঘ প্রায় ছয় বছর পর আবারও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জুড়ে কোচ হয়ে ফিরলেন তিনি।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর