thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রামপালের  ১৪ থেকে ১৫ টাকায় বিদ্যুৎ কিনছে পিডিবি

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১১:৫৭:৫৪
রামপালের  ১৪ থেকে ১৫ টাকায় বিদ্যুৎ কিনছে পিডিবি

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিশ্ববাজারে কয়লার দাম বাড়তে থাকায় রামপালে ভারত-বাংলাদেশ ১৩২০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক কেন্দ্র থেকে প্রতি ইউনিট ১৪ থেকে ১৫ টাকায় বিদ্যুৎ কিনছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

তবে ডলারের দাম কমে এলে এ দাম কমে আসবে বলে জানিয়েছেন এ কেন্দ্রে প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র পাণ্ডে।বাগেরহাটের রামপাল কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

২০১২ সালে ভারত-বাংলাদেশের দুই কোম্পানি নিয়ে গঠিত হয় এ বিদ্যুৎ কেন্দ্র। সেই কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে আসে গত বছরের ডিসেম্বরে। কিন্তু কয়েকদিন চলার পর কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে যায় রামপাল কেন্দ্রটি। যেটি আবার চালু হয় গত ১৪ ডিসেম্বর।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র পাণ্ডে জানিয়েছেন, দেশে গড়ে ৭ টাকা করে বিদ্যুৎ বিক্রি হলেও এটি থেকে উৎপাদিত বিদ্যুতের দাম পড়ছে ১৪ থেকে ১৫ টাকা। তবে আগামীতে এ দাম কমে আসতে পারে।

ডলার সংকটের কারণে ঠিকমত কয়লা আমদানি করতে পারছে না রামপাল । তিন লাখ টনের একটি কয়লার দরপত্র অনুমোদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেটি দিয়ে হয়তো কয়েক মাস চলবে। কিন্তু এলসি খোলার ডলার না পেলে সেই কয়লাও না আসতে পারে।

সুন্দরবন বাফারজোন থেকে ১০ কিলোমিটার দূরে এ কেন্দ্র বসলে পরিবেশের ক্ষতি হবে এমন বিতর্ক আছে। রামপাল কেন্দ্রের কর্মকর্তারা জানান, সিজিএস নামে একটি কোম্পানিকে ক্ষতি নিরুপনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত রিপোর্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর