thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

দেশে ডলার আনা সহজ করলো বাংলাদেশ ব্যাংক

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ০৩:২৬:৫৫
দেশে ডলার আনা সহজ করলো বাংলাদেশ ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে ডলার আনতে অবারিত সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেওয়ার দরকার নেই বলে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকটি। এর আগে এ সুযোগ থাকলেও সীমিত পরিসরে ছিল। তবে এখন সে সুযোগ অনেক বাড়িয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে।

প্রবাসীদের পূর্ব ঘোষণা ছাড়াই সেবা খাতের আয় করা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ টাকার সমতুল্য ২০ হাজার ডলার অথবা অন্য মুদ্রা দেশে পাঠানো যাবে।

আগের ঘোষণায় এর পরিমাণ ছিল ১০ হাজার ইউএস ডলার বা সমপরিমাণ অন্য মুদ্রা।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা ওই সার্কুলারে বলা হয়েছে, এক ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবা খাতের আয় বাবদ প্রাপ্ত রেমিট্যান্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা খাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর