thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিনিয়োগ বাড়াতে আর্জেন্টিনার সাথে  সমঝোতা স্মারক সই

২০২৩ ফেব্রুয়ারি ২৮ ১৭:৫১:৪০
বিনিয়োগ বাড়াতে আর্জেন্টিনার সাথে  সমঝোতা স্মারক সই

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় আর্জেন্টিনা থেকে তেল, সয়াবিন, সানফ্লাওয়ারসহ গম আমদানি করা যাবে। আর বাংলাদেশ রপ্তানি করবে তৈরি পোশাক।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের বাণিজ্য সভাকক্ষে এ সমঝোতা সই হয়।

এতে সই করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো।

এ সময় দুই দেশের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনা-বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও আর্জেন্টিনার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময় ও উন্নয়ন করার সুযোগ সৃষ্টি হবে।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর