thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আবার বাড়লো  বিদ্যুতের দাম

২০২৩ মার্চ ০১ ০৪:০২:৩৩
আবার বাড়লো  বিদ্যুতের দাম

দ্য রিপোর্ট প্রতিবেদক:দেশে খুচরা পর্যায়ে আরও ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ভোক্তা পর্যায়ে এ নিয়ে গত জানুয়ারি থেকে ৩ দফায় ১৫ শতাংশ দাম বাড়ল।

এর আগে, গত ৩১ জানুয়ারি সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে ৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বাড়ানো হয়।

তার আগে ১২ জানুয়ারি ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম গড়ে প্রতি ইউনিটে ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানোর মাধ্যমে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর