thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাংলাদেশের অবকাঠামো নির্মার্ণে  বিনিয়োগ করবে কোরিয়ান কোম্পানি 

২০২৩ মার্চ ১৩ ২১:৩৪:১৫
বাংলাদেশের অবকাঠামো নির্মার্ণে  বিনিয়োগ করবে কোরিয়ান কোম্পানি 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী কোরিয়ান প্রতিষ্ঠান। মেঘনা ব্রিজ, ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ একাধিক অবকাঠামো নির্মাণ প্রকল্পে তারা কাজ করবে।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিজনেস সামিটে এ কথা জানান ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

তিনি বলেন, কয়েক দশক ধরে বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার এখানে বিনিয়োগ করছি। এখানে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সিঙ্গাপুর, চায়না ও নেদারল্যান্ডসের পরই আমাদের অবস্থান। ১ বিলিয়ন ডলারের বেশি আমরা গার্মেন্টস খাতে বিনিয়োগ করেছি। এতে বোঝা যায় কোরিয়ান কোম্পানি এ দেশের পোশাকখাতে আগ্রহী। আমরা ম্যানুফ্যাকচারিং খাতেও বিনিয়োগ করছি।

রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলেন, স্যামসাং, হুন্দাইয়ের মতো প্রতিষ্ঠান এ দেশে তাদের কার্যক্রম শুরু করেছে। দেরি হলেও টেলিভিশন ছাড়াও বৈদ্যুতিক ডিভাইস এ দেশে সংযোজন শুরু হয়েছে। ২০১৮ সাল থেকে এখানে মোবাইল ফোন সংযোজন চলছে। এ ছাড়া স্যামসাংয়ের আরএনডি ও গবেষণার একটি প্রতিষ্ঠান ২০১০ সাল থেকে এখানে রয়েছে। কালিয়াকৈরে হুন্দাই গাড়ির সংযোগ কারখানা স্থাপনা করা হয়েছে। সেখানে একটি মডেলের গাড়ি সংযোজন হচ্ছে, আগামীতে আরও গাড়ির সংযোজন সেখানে হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবির, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির সিইও মো. মুশফিকুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর