thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার কিনবে  সি পার্ল 

২০২৩ মার্চ ১৪ ১২:২৪:২৯
শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার কিনবে  সি পার্ল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজের শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যের ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার অধিগ্রহণ করবে। সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ করতে পারবে।

শামীম এন্টারপ্রইজ আইএসও ৯০০১ সনদপ্রাপ্ত একটি আন্তর্জাতিক মানের সনামধন্য নির্মাণ সংস্থা। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু অধিদপ্তর, এডিবি, আইডিএ, ওয়ার্ল্ড ব্যাংক, এস এফ ডি, ও এফ আইডি, কে এফ ডাব্লিউ, জিওবি অধীনস্থ বিভিন্ন মেগা প্রকল্পের কাজ সম্পন্ন করে আসছে। এছাড়া, বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন, উড়ালসেতু, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল, আন্তর্জাতিক মানের হাসপাতালসহ বিভিন্ন মেগা প্রকল্পে নির্মাণ সম্পন্ন করেছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর