thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশিত একপেশে: তথ্যমন্ত্রী

২০২৩ মার্চ ২২ ১৬:২৬:৪৯
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রকাশিত একপেশে: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক:তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা একপেশে।' সরকারবিরোধী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে তথ্যগুলো সংগ্রহ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন একারণেই মার্কিন প্রতিবেদনটা একপেশে।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে আজ বুধবার (২২ মার্চ) সকালে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এমন মন্তব্য করেন।

বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। তাদের দাবি, নির্বাচনে ব্যালট বাক্স ভর্তি, বিরোধী দলের এজেন্ট, ভোটারদের ভয় দেখানোসহ নানা অনিয়ম অভিযোগের ফলে পর্যবেক্ষকদের কাছে ওই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ বলে বিবেচিত হয়নি।

গত সোমবার (২০ মার্চ) প্রকাশিত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর