thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেস্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ মার্চ ২৬ ১১:৩০:৪৮
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেস্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার। রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন চেষ্টা চলছে পলাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চের প্রত্যেকটা দিনকেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে থাকি। স্বাধীনতা দিবস ও তার আগে ২৫শে মার্চ। ২৫ মার্চ কালরাত গণহত্যা দিবস হিসেবে আমরা পালন করে আসছি। পৃথিবীর যেখানে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের এই গণহত্যা ছয় ঘণ্টার মধ্যে নিরিহ বাঙালিকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, সেদিন রাতেই বারোটা এক মিনিটে বঙ্গবন্ধু সেই ঘোষণাটি আসলো যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তারপর থেকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি।

মন্ত্রী বলেন, আমরা সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবস হিসেবে পরিচিতি লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে, সকাল সোয়া আটটার দিকে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা। পরে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আইজিপি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর