thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘প্রধানমন্ত্রীর পদত্যাগেই সমাধান’

২০১৩ নভেম্বর ১২ ১৯:২৫:৪০
‘প্রধানমন্ত্রীর পদত্যাগেই সমাধান’

মাহমুদুল হাসান, দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মন্ত্রিসভা পুনর্গঠন নয়, প্রধানমন্ত্রীর পদত্যাগই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ।’

মির্জা ফখরুল মঙ্গলবার বিকেলে টেলিফোনে দিরিপোর্ট২৪কে বলেন, ‘এই সংকট পরিকল্পিতভাবে সরকার সৃষ্টি করেছে। মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে যে ছেলেমানুষি নাটক করেছেন, তাতে চলমান সংকট আরো জটিল হয়েছে। দেশের মানুষ বুঝে গেছে, তারা (সরকার ) সংকট সমাধান না করে কৌশলের পথ বেছে নিয়েছেন।’

তিনি বলেন, ‘মন্ত্রিসভা পূনর্গঠনে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেওয়ার ঘটনা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের কার্যক্রমে সংকট আরো ঘনীভূত করেছে।’

তিনি আরো বলেন, ‘স্পষ্টভাষায় বলতে চাই, মন্ত্রিসভা পুনর্গঠন বর্তমান সংকটের সমাধান নয়। সমাধান চাইলে অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। এতে সংলাপের পথ উন্মুক্ত হবে।’

পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার জাতীয় নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে- এমন অভিযোগ এনে তিনি বলেন, ‘এই সংকট সরকারের পরিকল্পিত।’

সংকট সমাধানে আবারও সরকারকে সংলাপে বসার আহবান জানিয়ে দলের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনও বিকল্প নেই। আমরা চাই সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে, সংলাপে বসতে হবে।’

দলের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চাই, তাও করতে দেওয়া হচ্ছে না। সভা-সমাবেশ-মিছিলের উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। বিরোধী দলের নেতার বাসভবন ও তার কার্যালয়সহ কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। এক কথায়, সরকার গণতন্ত্রকে আজ অবরুদ্ধ করে ফেলেছে। বিরোধী দলকে কোনও কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না।’

সরকারকে দমন-পীড়নের পথ থেকে সরে আসার আহবান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা আশা করি, সরকার সরল ও সোজা পথে ফিরে আসবে। সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেবে।’

অন্যথায়, নির্দলীয় সরকারের দাবির ফয়সালা রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিরোধী দলের নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সংলাপের পরিবেশ সৃষ্টি করতে হলে সময়ক্ষেপণ না করে অনতিবিলম্বে জ্যেষ্ঠ নেতাদের মুক্তি দিন।’

(দিরিপোর্ট২৪/এমএইচ/এইচএস/এমএআর/নভেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর