thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শেষ ইচ্ছাটা পূরণ হলো  ডা. জাফরুল্লাহ চৌধুরীর

২০২৩ এপ্রিল ১২ ১০:১৭:৩৬
শেষ ইচ্ছাটা পূরণ হলো  ডা. জাফরুল্লাহ চৌধুরীর

দ্য রিপোর্ট প্রতিবেদক:ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চার দিন আগে ভর্তি হয়েছিলেন। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দেশের বাইরে নেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যাপারে আগ্রহ দেখাননি।

তার অন্তিম ইচ্ছা-গণস্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা নিয়ে মরতে চান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছিলেন।

সে সময় তিনি বলেছিলেন, ওনাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। সব দিক থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে; কিন্তু পরিস্থিতি ভালো হচ্ছে না। উন্নত চিকিৎসার বিষয়ে স্যারের ইচ্ছার বাইরে গিয়ে আমরা কিছু করছি না। করোনার সময় ওনার অবস্থা এখনকার চেয়েও খারাপ ছিল। কিন্তু ওনি গণস্বাস্থ্যের বাইরে কোনো চিকিৎসা নেবেন না। এমনকি দেশের বাইরেও চিকিৎসার জন্য যাবেন না, এটিই ওনার শেষ কথা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর