thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

পুরো নিভেছে নিউ সুপার মার্কেটের আগুন

২০২৩ এপ্রিল ১৬ ১৩:৩৩:৩৩
পুরো নিভেছে নিউ সুপার মার্কেটের আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন একদিন পর সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেফায়ার সার্ভিস।

রোববার (১৬ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের ঘোষণার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা ড্যাম্পিংয়ের কাজ শুরু করে। দিন ও রাতে কাজ করে আজ সকালে আগুন সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দেওয়া হয়। নিউ সুপার মার্কেটের আগুন নির্বাপণ পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৫ জন সদস্যসহ মোট ৩১ অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান-নৌ-সেনা বাহিনী। আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র‍্যাব ও পুলিশ সদস্যরা।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর