thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

খুলেছে গাউছিয়া-চাঁদনীচক,যান চলাচল স্বাভাবিক

২০২৩ এপ্রিল ১৬ ১৩:৫৭:০২
খুলেছে গাউছিয়া-চাঁদনীচক,যান চলাচল স্বাভাবিক

দ্য রিপোর্ট প্রতিবেদক:রাজধানীর নিউ সুপার মার্কেটে শনিবার ভোরে আগুন লাগার ঘটনায় বন্ধ থাকা ৪২টি বিপণিবিতান খুলতে শুরু করেছে। আগুনের ঘটনায় শনিবার এসব বিপণিবিতান বন্ধ রাখা হয়েছিল। একইসঙ্গে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরের দিন আজ তা স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। ইতিমধ্যে খুলে গেছে গাউছিয়া ও চাঁদনীচক মার্কেট। ফুটপাতের দোকানগুলোও বসে গেছে।

দেখা গেছে, সকাল থেকেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত দুই পাশের সড়কে যান চলাচল শুরু হয়েছে। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু গণমাধ্যমকে জানান, ‘আজকে সকাল থেকে নিউ মার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিউ মার্কেটে এলাকার দুই পাশের রাস্তাই খুলে দেয়া হয়েছে। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক এখানে।’

ভয়াবহ আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় কমপক্ষে ২৫০টি দোকান পুড়ে গেছে। বেশির ভাগই কাপড়ের দোকান। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ২৫০ কোটি টাকার মতো হবে বলে প্রাথমিকভাবে মনে করছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে কেউ মারা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের ২৪ কর্মীসহ ৩২ জন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। এদিকে, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন)। তিনি বলেন, নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই। রোববার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর