thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

ঈদ-উল-ফিতর

২০২৩ এপ্রিল ২০ ০৩:২৫:১১
ঈদ-উল-ফিতর

ঈদ শান্তি ও ভ্রাতৃত্বের একটি উৎসব যা সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সৃষ্টি করে। ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আনন্দময় উৎসব। প্রতিবছর দুটি ঈদ উদযাপিত হয়। ঈদুল ফিতর ও ঈদ উল আয্হা। আমরা ঈদ উল ফিতর উদযাপন করার পথে আছি।

ঈদের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে থাকে। মানুষ তাদের ঘরদোর পরিষ্কার করে। নিজেদের জন্য নতুন জামাকাপড় কেনা কাটা করে এবং একে অপরকে উপহার দেয়। ঈদের দিন সকলে তাড়িতাড়ি ঘুম থেকে উঠে এবং সবচেয়ে সুন্দর পোষাক পরিধান করে থাকে। দিনভর হরেক রকম সুস্বাদু খাবার খায়। সকাল বেলা ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর সকলে তাদের বন্ধু-বান্ধব ও পরিবার বর্গের সাথে সময় কাটায়, যেটা সকলকে আরো ঘনিষ্ঠ করে তোলে। তাই এই উৎসবটি বলা হয়ে থাকে শান্তি ও ভ্রাতৃত্বের উৎসব। ছোট বাচ্চারা ঈদের দিন বড়দের কাছ থেকে ‘সালামী’ পেয়ে থাকে। দুদিন বাদেই ঈদ। আমিসহ ছোটরা সকলেই খুবই বিগলিত ও আনন্দিত। আমি ডেমরায় আমাদের দাদি বাড়িতে যাব। সেখানে ঈদের নামাজে অংশগ্রহণ করবো এবং সারাটা দিন আমার পরিবারের সাথে কাটাব। মাগরিব নামাজের পর পরীবাগে নানাবাড়িতে যাব। পুরো একমাস রোজা রাখার পর আমি আমার পরিবারের সব সদস্য ও বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য মুখিয়ে আছি। এটাও প্রত্যাশা করি যে সকল বয়স এবং আর্থিক ও সামাজিক মযার্দার ভেদাভেদ দুর করে একটি সুন্দর ও হাসিখুশি ঈদ কাটাব। ঈদ মুবারক।

লেখক :সাদমান সামি ( বয়স -১৫)

(ইংরেজী থেকে অনুবাদ : গালিব বিন তৌহিদ, এস এস সি পরীক্ষার্থী)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর