thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

২২তম রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত  বঙ্গভবন

২০২৩ এপ্রিল ২৪ ০৯:৫১:৩২
২২তম রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত  বঙ্গভবন

দ্য রিপোর্ট প্রতিবেদক:নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আর বিদায় নিতে যাচ্ছেন টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ। তাই বর্তমান রাষ্ট্রপতিকে বিদায় এবং নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুতি চূড়ান্ত করেছে বঙ্গভবন।

সোমবার সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন। শপথগ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।

শপথ নেয়ার একদিন আগেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বর্তমান বাড়ি ঘিরে; এতদিন তার বাসায় পরিচিতজনদের যাতায়াতের সুযোগ থাকলেও এখন তা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এদিকে বিদায়ের করুণ সুরের মধ্যেও নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি চলছে বঙ্গভবনজুড়েই। ধোয়া-মোছা শেষে সাজ সাজ রব সবখানে। নতুন রাষ্ট্রপতির পছন্দ-অপছন্দ বিবেচনায় নিয়ে সাজানো হচ্ছে বঙ্গভবনের প্রতিটি কক্ষ। দেশের ২২তম রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি প্রায় শেষ। মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে মো. সাহাবুদ্দিন এদিন সকাল ১১টায় শপথ নেবেন। শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ১ হাজার ২৩৮ জনকে আমন্ত্রিত অতিথি হিসেবে দাওয়াত দেয়া হয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হয়। রুলস অব বিজনেস অনুযায়ী, শপথ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের। আর অতিথিদের দাওয়াত দেয়া থেকে শুরু করে প্রটোকল-সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নেতৃত্বে থাকে মন্ত্রিপরিষদ বিভাগ। বঙ্গভবনকেন্দ্রিক অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও আপ্যায়নের নেতৃত্ব দেয় আপন বিভাগ। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে অন্তত পাঁচটি কমিটি গঠন করা হয়। গত ৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মূল কাজ শপথ অনুষ্ঠান উপলক্ষে গঠিত বাকি চারটি উপকমিটির কার্যক্রম সমন্বয় করা এবং মন্ত্রিপরিষদ সচিবকে সার্বিক চিত্র অবহিত করা। অন্য কমিটিগুলো হলো, অতিথি তালিকা প্রণয়ন কমিটি, আমন্ত্রণপত্র প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি ও অভ্যর্থনা কমিটি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। শপথ গ্রহণের পর পরই রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং কার্যভার গ্রহণ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতিকে নিয়ে কৌতূহলের অন্ত নেই বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। নতুন রাষ্ট্রপতির পছন্দ-অপছন্দ নিয়ে তাদের আগ্রহের শেষ নেই। কারণ, শপথের পর ওই দিনই সপরিবারে বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি। সেই লক্ষ্যে এরই মধ্যে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। নতুন রাষ্ট্রপতিকে বরণের জন্য যা যা দরকার সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। নতুন রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সব জায়গা এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসব আমেজ বিরাজ করছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর