thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ঈদের পাঁচ দিনে  পদ্মা সেতুতে ১৫ কোটি টাকা টোল আদায়

২০২৩ এপ্রিল ২৭ ১৫:৫৩:০১
ঈদের পাঁচ দিনে  পদ্মা সেতুতে ১৫ কোটি টাকা টোল আদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঈদের পাঁচ দিনে পদ্মা সেতু দিয়ে এক লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় টোল আদায় বেশি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট বলছে, মাওয়া প্রান্ত থেকে সেতু পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন। আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।

এ দিকে দীর্ঘ সাড়ে ৯ মাস পর ২০ এপ্রিল থেকে ফের সেতুতে চলা শুরু করে মোটরসাইকেল। এ কারণে শুরুর প্রথম দিন থেকে মোটরসাইকেলের ঢল ছিল সেতুতে।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি।

মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসাবে প্রথম ছয় দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর