thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা  টোল আদায়

২০২৩ মে ১৩ ১২:৫৭:৩৮
পদ্মা সেতু থেকে ৭০২ কোটি ৪১ লাখ টাকা  টোল আদায়

দ্য রিপোর্ট প্রতিবেদক: উদ্বোধনের পর পদ্মা সেতু থেকে ৩২১ দিনে (১২ মে) ৭০২ কোটি ৪১ লাখ টাকা টোল আদায় হয়েছে।

শনিবার (১৩ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (পদ্মা সেতু সাইট অফিস) আমিরুল হায়দার চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে। শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু হবে, যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর