thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন  রাষ্ট্রপতি 

২০২৩ মে ১৬ ১১:৫৮:০৯
বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন  রাষ্ট্রপতি 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বাংলাদেশের রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে অনেক সময় পার করেছেন তিনি। এগুলো অনেক বছরের পুরনো স্মৃতি।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর সোমবার (১৫ মে) প্রথমবারের মত পাবনায় গিয়েছেন মো. সাহাবুদ্দিন।

দেশের সর্বোচ্চ পদে আসীন হলেও ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই, চলে গিয়েছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাই তো মিষ্টি খেতে চলে এসেছেন ময়রার দোকানে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম ভোলানাথ ঘোষ।

রাষ্ট্রপতি দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। মিষ্টি খেলেন এবং সফর সঙ্গীদেরও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।

সূত্র : বাসস

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর