thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

৪৫তম বিসিএস: প্রতি পদে আবেদনকারী ১৫০

২০২৩ মে ১৯ ১৯:২৫:২৮
৪৫তম বিসিএস: প্রতি পদে আবেদনকারী ১৫০

দ্য রিপোর্ট প্রতিবেদক:সারাদেশে একযোগে অনুষ্ঠিত হলো ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিলেন প্রায় ৩ লাখ ৪৭ হাজার প্রার্থী। প্রতি পদের জন্য আবেদনকারী প্রায় ১৫০ জন। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পিএসসি। জানিয়েছে, ফল প্রকাশ করা হবে দ্রুততম সময়ের মধ্যে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ২৩৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়। দুই ঘণ্টার এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর মিলবে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯টি ক্যাডার পদে এবং ১ হাজার ২২টি নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। এরপর সবচেয়ে বেশি ৪৩৭ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেয়া হবে।

বিসিএস পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পিএসসির সদস্য ও কর্মকর্তারা। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান তারা। পিএসসি’র সদস্য অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, পরীক্ষার উপস্থিতি সন্তোষজনক। বিসিএস পরীক্ষা খুবই মানসম্মত একজন চাকরিপ্রার্থী নিয়োগ করার জন্য। দ্রুততম সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি জানান, ১ বছরের মধ্যেই আগামী বিসিএসগুলোর নিয়োগ সম্পন্ন করা হবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর