thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিএনপি নেতা  মজনু গ্রেপ্তার

২০২৩ মে ২২ ১৭:০৮:১৩
বিএনপি নেতা  মজনু গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২২ মে) তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রোববার (২১ মে) রাতে শাহজানপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়।

রফিকুল আলমের ছোট ভাই বদরুল আলম জানান, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভাইকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলেছে সকালে ডিবি অফিসে যেতে। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত আমার ভাইকে ডিবি অফিসে রাখা হয়।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, রফিকুল আলম বাসার বাইরে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তার বাসার নিচে আগেই অবস্থান করছিলেন। রোববার রাতে তিনি বাইরে থেকে ফেরামাত্র বাসার নিচ থেকে পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

মজনুকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হওয়ায় এখন মরণ কামড় দিচ্ছে। জনগণকে ভয় পাইয়ে দিতেই মজনুকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু গ্রেপ্তার নির্যাতন করে, নেতাকর্মীদের তুলে নিয়ে কারাগার পূর্ণ করলেও সরকারের শেষ রক্ষা হবে না। কোনো ফন্দি ফিকির আর কাজে আসবে না।

তিনি অবিলম্বে রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর