thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ডিএসইতে ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

২০২৩ মে ২৩ ১৮:৫৫:০৩
ডিএসইতে ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে ২ জনকে অনুমোদন প্রদান করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

মঙ্গলবার (২৩ মে) কমিশনের ৮৬৯ তম সভায় এ অনুমোদন প্রদান করা হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম সভাপতিত্ব করেন।

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন পাওয়া ২ জন হলেন- মো: শহীদুল ইসলাম এবং কাউসার আহমেদ।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডিএসইতে ৪ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ অনুমোদন করে কমিশন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. হাফিজ মো. হাসান বাবু, অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সাবেক চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলাকে নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর