thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ব্যাংক খাতের বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ: গভর্নর 

২০২৩ মে ২৪ ১৮:৪৩:১৮
ব্যাংক খাতের বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ: গভর্নর 

দ্য রিপোর্ট প্রতিবেদক:ব্যাংক খাতের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখন খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সুশাসনের অভাব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বুধবার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড-এবিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আব্দুর রউফ বলেন, দেশের ব্যাংক খাতে এরই মধ্যে যে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা না গেলে এ খাতে আস্থাহীনতা দেখা দিতে পারে।

তিনি বলেন, ব্যাংকের ৭৫ শতাংশ লেনদেন ডিজিটালে সম্পন্ন হয়। ২০২৭ সালের মধ্যে ক্যাশ লেস বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন এই গভর্নর। দুই দিনব্যাপী এই সামিটে বাংলাদেশের ৪৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে অংশ নেন ১৫০ জনের বেশি কর্মকর্তা।

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর