thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সূচক কমলেও লেনদেনে রেকর্ড

২০২৩ মে ২৪ ১৮:৪৬:১৩
সূচক কমলেও লেনদেনে রেকর্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক:সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও লেনদেন ১১’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, দর কমেছে ৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯১ টির।

ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৯ নভেম্বর হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল প্রধান শেয়ারবাজারে। যা আগের কার্যদিবস থেকে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৩০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে। সিএসইতে ২৪২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫ টির দর বেড়েছে, কমেছে ৫৭টির এবং ১১০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর