thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাজেট জনবান্ধবমুখী নয়: জিএম কাদের

২০২৩ জুন ০১ ২২:৪৪:৫২
বাজেট জনবান্ধবমুখী নয়: জিএম কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক:২০২৩-২৪ অর্থবছরের বাজেট জনবান্ধব নয়, নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (১ জুন) বাজেট পেশ শেষে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে অর্থনীতির অবস্থা মন্দা। মানুষ মানবেতর জীবনযাপন করছে। অথচ বাজেটে রাজস্ব আদায়ের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা আদায় হবে বলে আমি মনে করি না।

তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে এবার ১ লাখ কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটকে বাস্তবসম্মত বলা যাবে না।

জি এম কাদের বলেন, বাজেটের কারণে নিত্যপণ্যর দাম আরও বাড়বে। মধ্যবিত্ত, নিম্ন বিত্তদের জন্য বাজেটে কোনো কিছু নেই। এতে সাধারণ ও মধ্যবিত্তের কষ্ট বাড়বে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ বাজেট তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সব জিনিসপত্রের মধ্যে পরোক্ষ ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনিতে মানুষের আয় কমে গেছে, সে কারণে এটাকে জনবান্ধব বাজেট বলা যাবে না।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর