thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজুল আলমকে  রাষ্ট্র যথাযথ সম্মান দেখায়নি: ফখরুল 

২০২৩ জুন ১০ ১৮:০২:২৭
সিরাজুল আলমকে  রাষ্ট্র যথাযথ সম্মান দেখায়নি: ফখরুল 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কেবল একজনকে বড় করতে গিয়ে অন্যদের অবদান অস্বীকার করছে সরকার। স্বাধীনতার পর দুঃশাসনের বিরুদ্ধে কথা বলায় রাষ্ট্রীয় মর্যাদা পাননি সিরাজুল আলম খান, তার বিদায়ের ক্ষতি পূরণীয় নয়, রাষ্ট্র তাকে যথাযথ সম্মান দেখায়নি।

শনিবার (১০ জুন) সিরাজুল আলম খানের জানাজায় এসে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সিরাজুল আলম খানের জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন। স্বাধীনতা যুদ্ধে সিরাজুল আলম খানের অবদান অস্বীকার করা যাবে না। দেশের রাজনীতিতে দাদা ভাই খ্যাত সিরাজুল আলম খান রাষ্ট্রের কাছ থেকে যথাযথ প্রাপ্য সম্মান পান নাই বলেও অভিযোগ করেন তারা।

জানাজা শেষে সিরাজুল আলমের মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর